নলছিটিতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নলছিটিতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২৫ January ২০২৫ Saturday ৩:৫৬:২৩ PM

Print this E-mail this


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

নলছিটিতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে রুহুল আমিন ফকির নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রুহুল আমিন একই এলাকার মৃত ময়েজউদ্দিন ফকিরের ছেলে। 

শনিবার (২৫ জানুয়ারি) নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাওসার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ২০১৬ সালে নলছিটি থানায় দায়ের হওয়া একটি মামলায় ২০২০ সালে রুহুল আমিন ফকিরকে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন আদালত। এরপর থেকে আসামি পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts