টাঙ্গাইলে প্রবেশ করতে দেওয়া হলো না পরীমণিকে – News Tangail

টাঙ্গাইলে প্রবেশ করতে দেওয়া হলো না পরীমণিকে – News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা এলাকায় একটি শোরুম উদ্বোধনে উপস্থিত থাকার কথা ছিল চিত্রনায়িকা পরীমণির। কিন্তু স্থানীয় হেফাজত ইসলামসহ ধর্মপ্রাণ মুসল্লিরা প্রতিবাদ জানানোর ফলে শোরুম কর্তৃপক্ষ অনুষ্ঠানে পরিবর্তন আনতে বাধ্য হন। তারা পরীমণিকে সেখান থেকে সরিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেন।

গত ১৫ দিন ধরে শোরুমটির উদ্বোধন উপলক্ষে মাইকিং করা হচ্ছিল এবং এই অনুষ্ঠানে পরীমণির উপস্থিতি নিয়ে স্থানীয় মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। হেফাজত ইসলামসহ অন্যান্য ধর্মীয় সংগঠন নানা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে, এমনকি শোরুম কর্তৃপক্ষকে ফোন করে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার জন্য চাপ দেয়। এর ফলে, পুলিশের সহায়তায় শোরুম কর্তৃপক্ষ অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

শোরুমের মালিক মীর মাসুদ রানা জানান, বেশ কিছু দিন ধরে অনুষ্ঠানটির প্রচার-প্রচারণা চলছিল, কিন্তু হেফাজতের চাপের কারণে তাঁরা উদ্বোধন স্থগিত করতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়েছে, তবে পরিস্থিতি শান্ত করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন।

হেফাজতে ইসলামের নেতারা এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন এবং শোরুম মালিককে কৃতজ্ঞতা জানিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও অনুষ্ঠানের শর্ত মেনে চলার জন্য বলা হয়েছিল, তবে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিল হয়

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts