ঢাকা, ২৫ জানুয়ারি – সাতক্ষীরায় হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে শহরের বাইপাস সড়কের বকচারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে তানভীর হোসাইন সুজন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং শেখ এহসান হাবিব অয়ন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম।
ওসি শামিনুল ইসলাম বলেন, ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। মামলার বাকি তথ্য পরে জানানো হবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৫ জানুয়ারি ২০২৫
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার first appeared on DesheBideshe.