নোয়াখালীর সেনবাগ উপজেলায় বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে একটি ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ তিন লাখ টাকা, প্রায় চার ভরি সোনার গয়না, চারটি মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করার অভিযোগ উঠেছে। আজ শনিবার ভোর পাঁচটার দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কইয়াজলা গ্রামের ছিদ্দিক আহমেদ কোম্পানির বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
গৃহকর্তার শ্যালক মহিন উদ্দিন প্রথম আলোকে বলেন, ভোরে ১২-১৩ জনের একদল সশস্ত্র ডাকাত তাঁর ভগ্নিপতির বাড়িতে হানা দেন। ডাকাতেরা বাড়ির সীমানার প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকেন। এরপর কৌশলে দ্বিতল পাকা ভবনের নিচতলায় ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং বেঁধে রেখে লুটপাট চালান। তাঁরা ঘরের সাতটি কক্ষের প্রতিটিতে তল্লাশি করে, আলমারি ভেঙে মালামাল তছনছ করেন। এ সময় নগদ তিন লাখ টাকা, প্রায় চার ভরি সোনার গয়না, চারটি মুঠোফোন এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।

