কক্সবাজারের চকরিয়ায় অভ্যান্তরীণ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি অস্ত্র-শস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। চকরিয়া থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার দিবাগত রাতে উপজেলার সাহারবিল ইউনিয়নের শাহপুরাস্থ সাবেক মমতাজ মেমম্বারের পশ্চিমে ফাঁকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চকরিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তায়েফুল ইসলাম (২২), ডুলাহাজারা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রিংভং ছগিরশাহকাটা এলাকার গোলাম কাদেরের ছেলে মো: জসিম উদ্দিন (৩৪) ও চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খামারপাড়া এলাকার মৃত আকরামের ছেলে ইসমাইল হোসেন টিপু (৩৫)।
থানা সূত্রে জানাগেছে, বুধবার দিবাগত রাতে সাহারবিল এলাকায় একটি সড়কে গণডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে ওসির নেতৃত্ব পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যান। ওই সময় পুলিশ ফাঁকা রাস্তার উপর থেকে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিন ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে। এসময় তাদের সাথে থাকা দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-শস্ত্রের মধ্যে রয়েছে, একটি রাইফেলের গুলি, একটি তরবারি, একটি দা ও একটি লম্বা কিরিচ উদ্ধার করে জব্দ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনজুর কাদের ভুঁইয়া বলেন, উপজেলার সাহারবিল ইউনিয়নের শাহপুরা নামক এলাকাস্থ সাবেক মমতাজ মেম্বারের বাড়ির একশত গজ পশ্চিমে অভ্যান্তরীণ ফাঁকা রাস্তার উপরে বুধবার দিবাগত রাতে গণডাকাতির প্রস্তুতিকালে অবৈধ অস্ত্র-শস্ত্রসহ ৩ ডাকাতকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, গ্রেফতার ৩ ডাকাতের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং-৪২। এছাড়াও সংশ্লিষ্ট আইনে গণডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করায় আলাদাভাবে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
এসসি/সিটিজিনিউজ