উজিরপুরে সামাজিক অবক্ষয়, মাদক প্রতিরোধ ও আলোকিত মানুষের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
১১ January ২০২৫ Saturday ১১:৪১:৩৫ PM
নাজমুল হক মুন্না, উজিরপুর সংবাদদাতা : বরিশালের উজিরপুরে আলোকিত মানুষ মরহুম মফছের আলী হাওলাদার এর ১৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সামাজিক অবক্ষয়, মাদক প্রতিরোধ ও আলোকিত মানুষের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । ১১ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষে সেমিনার অনুষ্ঠানে উজিরপুর উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন দি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার সম্পাদক ও গ্লোবাল ইকোনমিক ব্যাংকের পরিচালক ড.এনায়েত করিম।
সৎসঙ্গে ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার ও উজিরপুর উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আঃ রহিম সরদার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ,সৎসঙ্গ ফাউন্ডেশনের উপদেষ্টা ও পুলিশ ইন্সপেক্টর কবি সেলিম মিয়া,বরিশাল জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি বাবু রনজিৎ দত্ত,চাঁদপুর জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি লোকমান হোসেন হাবিব,রাজশাহী জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুর এ আলমসহ অনেকে। এ সময় ৬০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বিকাল পৌনে ৩ টায় আলোকিত মানুষের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আলোচনা সভায় উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সহ সভাপতি মাস্টার মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ নওমুসলিম ড. সিরাজুল ইসলাম সিরাজী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন লালন গবেষক ফকির হ্দয় সাঁই,পটুয়াখালীর সৎসঙ্গ ফাউন্ডেশনের নেতা কবি ও চিকিৎসক শেখ শহিদ হৃদ্য,সৈয়দ আজিজুল হক ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ রশিদুল হাসান, ধামুরা ডিগ্রি কলেজের প্রাভাষক মোঃ কামরুল হাসান,রাজশাহী জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি নুরুল আলম চৌধুরী আরব, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আক্তার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ৪০ জনকে গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভারত কোনোদিনই আমাদের বন্ধু ছিল না: চরমোনাই পীর
বরিশালসহ সারা দেশে তীব্র শীত, ১০ জেলায় শৈত্যপ্রবাহ
দেশে প্রথমবার পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত, কতটা ভয়াবহ এই ভাইরাস
বরিশালের ২০ নদীতে লবণ পানি, ৫২ ভাগ ফসলি জমি আক্রান্ত