ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

৯ January ২০২৫ Thursday ৭:০৩:৪২ PM

Print this E-mail this


কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগম, রূপালি ব্যাংক পিএলসির ব্যবস্থাপক মোঃ নাঈম আহমেদ ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ শহীদুল আলম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলাম তার বক্তব্যে বলেন-“যার হাত-পা ও মাথায় সমস্যা থাকতে পারে সেই প্রতিবন্ধী, আমাদের পরিবেশ একজন মানুষকে প্রতিবন্ধী করে গড়ে তুলে, আমরা যদি আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারি বা সকল প্রতিবন্ধকতা দূর করতে পারি তাহলে

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। বরং মেধা, দক্ষতা আর সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তারাও সমাজ, দেশ ও জাতির সম্পদে পরিণত হতে পারে। এ বিষয়ে আমাদের সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts