Post Views:
৩১
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ দলিত পরিষদের আয়োজনে সাতক্ষীরায় দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনি খুলনার অর্থায়নে সাইড সেভার্স এর সহযোগিতায় চালতেতলাস্থল ক্যাথলিক মিশনে অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা: বৃন্তা সাহা। আলীমুর রেজা, আসাদুজ্জামান অনিক, জেলা দলিত পরিষদ সাতক্ষীরার সভাপতি গৌরপদ দাস, পবন দাস, নূরুল হক, পূজা দাস, জয়ন্তী দাস, মানিক দাস, ঝড়– দাসসহ অন্যরা। এসময় ১৮০ জন কে চক্ষুরোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া ১১ জন সানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়।এসময় দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সকলকে সজাগ দৃষ্টি দেওয়ার আহবান জানান অতিথিবৃন্দ।