টেকনাফের পাহাড়ে বন্যহাতির বাচ্চা প্রসব, মা হাতির মৃত্যু  – দৈনিক আজাদী

টেকনাফের পাহাড়ে বন্যহাতির বাচ্চা প্রসব, মা হাতির মৃত্যু  – দৈনিক আজাদী

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ পাহাড়ে এক বন্য মা হাতি বাচ্চা প্রসব করার সময় মা হাতির মৃত্যু হয়েছে। পরে একটি হাতি বাচ্চা (শাবক) বন বিভাগের সদস্যরা উদ্ধার করে।

রবিবার (৫ জানুয়ারি) বিকালের দিকে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহীন পাহাড় থেকে  হাতির বাচ্চা শাবকটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হোয়াইক্যং রেঞ্জ অফিসার মো. মিনার চৌধুরী। 

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর আসে হোয়াইক্যং রেঞ্জের আওতায় হরিখোলা গহীন পাহাড়ে একটি বন্য মা হাতি বাচ্চা শাবক প্রসব করার সময় মা হাতির মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে রবিবার বিকালে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা পাহাড়ে পৌঁছে  ঘটনাস্থল থেকে হাতির বাচ্চা শাবকটি উদ্ধারের পরে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়। মৃত হাতিটাকে মাটি ছাপা দেওয়া হবে। 

তিনি আরও জানান, উদ্ধার হওয়া হাতির বাচ্চা শাবকটি ডুলাহাজারা সাফারি পার্ক পাঠানো হবে।

Explore More Districts