পূবাইলে আনোয়ারা বেগম দারুস সুন্নাহ মাদ্রাসায় ফলাফল ও পুরস্কার বিতরণ – Daily Gazipur Online

পূবাইলে আনোয়ারা বেগম দারুস সুন্নাহ মাদ্রাসায় ফলাফল ও পুরস্কার বিতরণ – Daily Gazipur Online

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরে আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানায় বার্ষিক পরীক্ষার ফলাফল ও বিজয়ীদের পুরস্কার নতুন বই বিতরণ, কোরআন ছবক, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে।
শুক্রবার রাতে পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মাজুখান পাকুরিয়ার টেক মাদ্রাসার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতা হারবাল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মাদ্রাসার প্রতিষ্ঠাতা আইয়ুব আলী ফাহিম, আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির যুগ্ম সম্পাদক মুনছুর আলী,পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান, ৪০ নং ওয়ার্ড যুবদল সভাপতি মশিউল আলম, ৪০ নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, লতা হারবাল কোম্পানির পরিচালক ইলিয়াস হোসেন শান্ত, লতা হারবাল কোম্পানির ম্যানেজার মিজানুর রহমান, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

Print Friendly, PDF & Email

Explore More Districts