যশোর চৌগাছা সাবেক উপজেলা চেয়ারম্যানে বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

যশোর চৌগাছা সাবেক উপজেলা চেয়ারম্যানে বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

যশোরের চৌগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তানিছুর রহমান লাড্ডু ও তার ছেলে শফিউর রহমান রাথিক’র বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জমি দখল ও হামলার ঘটনায় উপজেলার ভূমি কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি।

উপজেলার পৌর এলাকার মৃধা পাড়ার হারুন অর রশিদ বলেন, মায়ের ওয়ারিশ হিসেবে আমরা তিন ভাই বোন (দুই ভাই ও এক বোন) চৌগাছা পৌর সদরের ব্রিজের মুখে এক শতক ৬৫ পয়েন্ট জমি রয়েছে। আর এ জমি উপজেলার সাবেক চেয়ারম্যান মোস্তানিছুর রহমান লাড্ডু দীর্ঘদিন যাবত জোরপূর্বক দখলের চেষ্টা করছে। জমিতে আমাদের যেতে দিচ্ছে না। লাড্ডু জমি দখল করে প্রাচীর দিচ্ছে দেখে বাঁধা দিতে গিয়েছিলাম, তখন উপজেলা ছাত্রলীগের নেতা শফিউর রহমান রাথিক আমাকে মারধর করেন। আমি চৌগাছার এসি ল্যান্ডের কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছিলাম। এসিল্যান্ড তাদেরকে ডেকে প্রাচীর তুলতে নিষেধ করে দিয়েছিল, কিন্তু কোন কিছু তোয়াক্কা না করে আবারও আমার জমিতে কাজ করছে। আমরা গরিব মানুষ, ওই জমিটুকুই আমার সম্বল। সেটুকুও দখল নেয়ার চেষ্টা করছে।

আর এক ভুক্তভোগী বকুল হোসেন বলেন, জমিতে যেয়ে দেখি,আমার জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে। জানতে পারি রাথিক আমার জমি থেকে মাটি বিক্রি করে দিচ্ছে। আমি রাথিক ও তার বাবা মোস্তানিছুর রহমানকে মাটিকাটা বন্ধ জন্য অনেকবার বলি। কিন্তু কোন কিছুর তোয়াক্কা না করে আমার জমি থেকে মাটি বিক্রি করতেই থাকে। মাটি কাটতে আমি বাঁধা দিলে রাথিক আমাকে মারধর শুরু করে। কোন উপায় না পেয়ে আমি থানায় লিখিত অভিযোগ করি। কিন্তু সাবেক উপজেলা চেয়ারম্যান হওয়ায় থানা থেকে আমি কোন বিচার পাইনি। উল্টো আমাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে।’

চৌগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তানিছুর রহমান লাড্ডুকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এবিষয়ে চৌগাছা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।’

Explore More Districts