শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখা বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পুরস্কার বিতরণ  – Sirajganj News 24

শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখা বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পুরস্কার বিতরণ  – Sirajganj News 24

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জে শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখা বার্ষিক সামষ্টিক মূল্যায়নের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পুরস্কার বিতরণ  ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।  সোমবার ( ৩০ ডিসেম্বর) দুপুরে যমুনা নদীর কোল ঘেসে অবস্থিত সিরাজগঞ্জ ক্রসবার-৩ চাঁয়না বাঁধে শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখার আয়োজনে শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখা বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ শাহীন শিক্ষা স্কুলের বানিয়া পট্রি শাখা নির্বাহী শাখা পরিচালক মোঃ আব্দুল করিম তালুকদার। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখা পরিচালক মোঃ নূরুল হক।    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পুরস্কার হাতে সন্মাননা ক্রেস্ট তুলেদেন শাহীন শিক্ষা পরিবার ও শাহীন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।

এসময়ে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা উল্লাপাড়া শাখা পরিচালক রাসেল পারভেজ,  মোঃ রফিকুল ইসলাম, সলঙ্গা শাখা পরিচালক আব্দুস সামাদ,  মোঃ রাকিব হোসেন,  বেলকুচি শাখা পরিচালক মীর আমিন, শাহজাদপুর শাখা পরিচালক মোঃ মজিবর রহমান,  মোঃ  আরিফ হোসেন,  প্রমুখ। উক্ত  পিঠা উৎসব মিলন মেলায় পিঠা ক্রয়ের মাধ্যমে  কুপন দেওয়া হয়।  এর পর  র‍্যাফেল ড্র বিজয়ী ৫ জনকে পুরস্কৃত প্রদান করা হয়। 

প্রথম পুরস্কার  এলইডি ৩২ ইঞ্চি টিভি পুরস্কার পান নতুন ভাংগাবাড়ী গ্রামের মোছাঃ রাশিদা খাতুনের কন্যা মীম খাতন, প্লে – শ্রেণীর ছাত্রী।  এ অনুষ্ঠানে ১৫ টি স্টল, এবং  প্লে গ্রুপ থেকে ১০ শ্রেণী পর্যন্ত ২৩’শত ছাত্র –ছাত্রী ও অভিভাবকগণের  অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হয় ।

Explore More Districts