ঝালকাঠিতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুন্যের উৎসব উদযাপিত
৩০ December ২০২৪ Monday ৪:২০:১০ PM
ঝালকাঠি প্রতিনিধি:
Screenshot
ঝালকাঠিতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুন্যের উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। জেলা প্রশাসক আশরাফুর রহমানের নেতৃত্বে জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র প্রতিনিধিরা এতে অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। অন্যানের মধ্যে বক্তব্য জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গোপাল, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদার, ছাত্র প্রতিনিধি খালিদ সাইফুল্লাহ। জেলা প্রশাসন এর আয়োজন করে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আগের তুলনায় এখন সংখ্যালঘুরা নিরাপদ: ধর্ম উপদেষ্টা
চার-ছক্কায় বিপিএলের উদ্বোধনী ম্যাচে বরিশালের জয়
বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ শুরু হতে পারে ২০ জানুয়ারি
বরিশাল মহানগর বিএনপির নেতৃত্বে আসছেন পদবঞ্চিত ত্যাগি ও শিক্ষিতরা
বাকেরগঞ্জে বিনয় দাসের বাড়িঘর, মন্দিরে ভাঙচুর লুট ঘটনায় মামলা করায় তাকে কুপিয়ে হত্যার চেষ্টা