২৮ December ২০২৪ Saturday ৩:২৫:৩০ PM | ![]() ![]() ![]() ![]() |
নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মো. শহিদুল আলম হাওলাদার নামে এক যুবলীগ নেতা গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে, শুক্রবার (২৭ ডিসেম্বর) আনুমানিক রাত ২টার দিকে উপজেলার ৩নম্বর দেউলবারী দোবরা ইউনিয়নের উত্তর পাকুরিয়া গ্রামের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মো. শহিদুল আলম হাওলাদার (৫২) দেউলবাড়ি দোবড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া বরিশালটাইমসকে জানান, আসামি শহীদুল আলম হাওলাদারের বিরুদ্ধে নাজিরপুর থানায় ২০১৪ সালের ঘর পোড়া মামলা এবং বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর শনিবার আসামিকে আদালতে পাঠানো হয়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |