কুয়াশা মোড়ানো সকাল

কুয়াশা মোড়ানো সকাল

শীতের সকাল মানে কুয়াশার চাদরে মোড়ানো প্রকৃতি। পৌষে এসে প্রতিদিনই পাবনায় দেখা যাচ্ছে এমন সকাল। সেই সঙ্গে তাপমাত্রাও কমতে শুরু করেছে। বৃহস্পতিবার ভোর থেকে প্রায় দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। দুপুরের পর সূর্যের আগমন ঘটলেও তা ছিল তেজহীন। কুয়াশামাখা সকালে পাবনা সদরের বিভিন্ন এলাকা ঘুরে তোলা এসব ছবিতে উঠে এল জনজীবনের ছোট ছোট গল্প।

Explore More Districts