ফিফা দ্য বেস্ট পুরস্কার রাতে আপনাকে স্বাগতম!
ব্যালন ডি’অরের মতো এবারের ফিফা বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্টের লড়াইটাও ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ও রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের।
কে জিতেবন ফিফা দ্য বেস্ট—ব্যালন ডি’অর জয়ী রদ্রি, নাকি ভিনি? ব্যালন ডি’অরের আগে যেমন তথ্য ফাঁস হয়েছিল, এবারও হয়েছে। সেবারের মতো এবারও ভিনিসিয়ুসকেই সেরার মুকুট পরিয়েছে সেই ফাঁস হওয়া তথ্য। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এরই মধ্যে ভেসে বেড়াচ্ছে সেগুলো। কিন্তু ব্যালন ডি’অরের বেলায় তথ্য সত্য হয়নি, এবার কি হবে? বেশি সময় তো নেই। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু অনুষ্ঠান। বর্ষসেরা নাম জানা যাবে ঘণ্টা দুয়েকের মধ্যেই। ততক্ষণ সঙ্গে থাকুন প্রথম আলোর।