পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা

পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা

১৪ December ২০২৪ Saturday ৫:২৬:৩৭ PM

Print this E-mail this


পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা

সৈয়দ রাসেল, কলাপাড়া।।পটুয়াখালীর কলাপাড়ায় অর্থের অভাবে যে মানুষের সকল দুঃস্থ ও দরিদ্র প্রবীণরা প্রয়োজনীয় চিকিৎসা পাননা তাদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ৯টায় কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ মিলানায়তনে বেসকারি উন্নয়ন সেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থা পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন উদ্যোগে ইস্পাহানী চক্ষু হাসপাতাল বরিশাল শাখার সহায়তায় এ চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়। চলে দুপুর ২টা পযর্ন্ত। চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন ইসলামীয়া ইস্পাহানী চক্ষু হাসপাতাল’র ডা: বেনজীর বুসরা।এসময় কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ইসলামীয়া ইস্পাহানী চক্ষু হাসপাতাল বরিশাল শাখার প্রোগ্রাম অফিসার রতন।এতে প্রায় দেড় শতাধিক জনকে বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করা হয় ৫০ জনকে চশমা এবং ২০ জন রোগীকে চোখের ছানি অপারেশন জন্য ইসলামীয়া ইস্পাহানী চক্ষু হাসপাতাল, আমতলী শাখায় নেয়া হয়েছে। পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: ফরিদ উদ্দিন বিপু বলেন, দুইমাস পরপর দুস্থ অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করি। ভবিষৎতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল গ্রেফতার

মুক্তিবাহিনীর হাতে তুলে দেওয়া হবে শুনে নিয়াজি আত্মসমর্পণে রাজি হন 

হাইব্রিড ধানের দাপটে বিলুপ্তির পথে বরিশালের বালাম চাল

চাঁদাবাজির অভিযোগ নিয়ে বিএনপির সভায় উত্তাপ

বরিশাল শহীদ মিনার কেন্দ্রিক দুই চেতন‍া মুখোমূখি, জারী হতে পারে ১৪৪ ধারা

Explore More Districts