শ্রীপুরে ১’শ গ্রাম গাঁজাসহ মাদকসেবী আটক

শ্রীপুরে ১’শ গ্রাম গাঁজাসহ মাদকসেবী আটক

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের মৃত ফাহিদুল খাঁর ছেলে মো. মিজানুর রহমান খাঁ (৫৫) মাদক সেবনরত অবস্থায় ১’শ গ্রাম গাঁজাসহ আটক হয়েছে। রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস মিজানুর রহমান খাঁ কে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করে। পরে তার কাছ থেকে ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস জানান, মাদকসেবী মিজানুর রহমানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ৩’শ টাকা অর্থদণ্ড ও ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Explore More Districts