ফুটপাত ও পার্কিং থেকে ৩০টি দোকান উচ্ছেদ – দৈনিক আজাদী

ফুটপাত ও পার্কিং থেকে ৩০টি দোকান উচ্ছেদ – দৈনিক আজাদী

পথচারী ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডের ফুটপাত ও পার্কিংয়ে স্থাপিত ৩০টি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, পথচারী ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে আগ্রাবাদ বাদামতলী মোড় সংলগ্ন এক্সেস রোড এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাকর্মচারীরা অংশ নেন। এছাড়া বুধবার রাতে কাজীর দেউড়ি এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে চসিক।

Explore More Districts