মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের নবনির্বাচিত জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাগুরা শহরের ফুড ক্যাফেতে এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহয়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের মাগুরা জেলা শাখার সভাপতি শরীফ আলিমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক মোহাম্মদ মুছাদ্দেক হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক আইনী সহয়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রাজু আহম্মেদ, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন শাকিল, দপ্তর সম্পাদক মো. মহসিন মোল্যা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আলী তারেক সিদ্দিক (সেলিম), মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শারমিনসহ আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
পোষ্ট শেয়ার করুন