১২ শৈত্যপ্রবাহ মোকাবিলা করবে বাংলাদেশ, থাকছে শিলাবৃষ্টিও – DesheBideshe

১২ শৈত্যপ্রবাহ মোকাবিলা করবে বাংলাদেশ, থাকছে শিলাবৃষ্টিও – DesheBideshe

১২ শৈত্যপ্রবাহ মোকাবিলা করবে বাংলাদেশ, থাকছে শিলাবৃষ্টিও – DesheBideshe

ঢাকা, ০৪ ডিসেম্বর – অপেক্ষাকৃত দেরিতে হলেও চলতি মৌসুমে গ্রামাঞ্চলে শীতের দেখা মিলেছে। যদিও তীব্র শীত হানা দেয়নি। তবে আবহাওয়া অফিস বলছে, শীতের শুরুটা যেমনই হোক ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ১২টি শৈত্যপ্রবাহের কবলে পড়বে দেশ। এরমধ্যে চারটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। আর এ সময়ের শেষ দিকে এক থেকে দুই শিলাবৃষ্টিসহ ঝড়ও হতে পারে।

বুধবার (০৪ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত তিন মাস মেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়, এই তিন মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

এছাড়া দেশে তিন থেকে আটটি মৃদু (০৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (০৬ থেকে ০৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। তবে এর মধ্যে উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে তিনটি থেকে চারটি তীব্র শৈত্য প্রবাহে (০৪ থেকে ০৬ ডিগ্রি সেলসিয়াস) রূপ নিতে পারে।

এই সময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/ মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে কখনও কখনও উত্তরাঞ্চল, উত্তরপশ্চিমাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলে কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে এবং শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

একইসঙ্গে ফেব্রুয়ারি মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুই দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে।

সূত্র: কালবেলা
আইএ/ ০৪ ডিসেম্বর ২০২৪



Explore More Districts