নিজস্ব প্রতিবেদক: সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে প্লাস্টিকের বস্তায় চাল মজুদ, প্রক্রিয়াজাতকরণ ও মোড়কে মূল্য-মেয়াদসহ ধানের জাত উল্লেখ না করায় টাঙ্গাইলের কালিহাতীতে এক অটোরাইস মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার পূর্ব বেদডোবা এলাকার জননী অটোমেটিক রাইস মিলকে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।
তিনি জানান, বিভিন্ন ব্যান্ডের প্লাস্টিকের মোড়কে চাল প্রক্রিয়াকরণ, মোড়কে মূল্য-মেয়াদ ও ধানের জাত উল্লেখ না করার অপরায়ে ওই মিল মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।


