সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠানের আয়োজক বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশের প্রকল্প পরিচালক সুব্রত মল্লিক বলেন, খেলাধুলা, গান, অভিনয়, আনন্দ এসবের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতোধারায় আনাই এমন অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ও প্রতিযোগিতায় প্রতিবন্ধীদের অংশ নেওয়ার সুযোগ করে দিলে সক্ষম ব্যক্তিরা প্রতিবন্ধীদের সমস্যা বুঝতে পারবে। পাশাপাশি প্রতিবন্ধীরাও আনন্দ পাবে।
অনুষ্ঠান দেখতে আসা কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছদর উদ্দীন আহমেদ বলেন, জীবনে এমন দিন খুব কমই আসে, অসম্ভব এক ভালো লাগা কাজ করছে মনপ্রাণজুড়ে। আসলে প্রতিবন্ধী মানুষেরাও সুযোগ পেলে সব কাজ করতে পারে। শুধু একটু সুযোগ-সুবিধা দরকার। আজ প্রতিবন্ধী নারী, পুরুষ, শিশুগুলোর সঙ্গে কথা বলতে গিয়ে বারবারই আমার চোখ ভিজে গেছে। তাদের কষ্টের কথা শুনেছি। তারাও আমাদের মতো মানুষ। অথচ সমাজে তারা কত অবহেলিত।