টঙ্গীতে জোড় ইজতেমায় ৪ মুসল্লির মৃত্যু – Daily Gazipur Online

টঙ্গীতে জোড় ইজতেমায় ৪ মুসল্লির মৃত্যু – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে পাঁচদিনের জোড় ইজতেমায় অংশ নিতে আসা চার মুসল্লির মৃত্যু হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) রাতে বিশ্ব ইজতেমার শুরায়ী নেজাম অনুসারীর মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত মুসল্লিরা হলেন- ফরিদপুরের নগরকান্দা থানার দুলালী এলাকার আব্দুল হামিদ মাতাব্বের ছেলে আব্দুল হাকিম আকন্দ (৭২), রংপুরের কোতোয়ালি থানার বৌরাগীপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫), দিনাজপুর সদর থানার মস্তপুর এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে কাউসার আলী (২৮) ও সিরাজগঞ্জ সদর থানার শহিদুল ইসলাম (৬৫)।
‌হাবিবুল্লাহ রায়হান বলেন, শুক্রবার (২৯ নভেম্বর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে শুরু হয় পাঁচদিনের জোড় ইজতেমা। প্রতিবছর বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এ জোড় হয়ে থাকে। শুরায়ী নেজামের এ জোড় ইজতেমায় অংশ নিয়েছে কয়েক লাখ মুসল্লি। এর মধ্যে জোড় ইজতেমায় অংশ নিতে আসা চার মুসল্লির মৃত্যু হয়েছে বিভিন্ন সময়ে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দোয়ার মাধ্যমে মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ জোড় ইজতেমা শেষ হবে।

Print Friendly, PDF & Email

Explore More Districts