প্রত্যক্ষদর্শীরা বলেছেন, স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে বাতি জ্বলার পর পুলিশ নতুন করে কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করে।
এক ঘণ্টার বেশি সময় ধরে এ অভিযান চলেছে। বিশৃঙ্খলার এক পর্যায়ে বুশরা বিবি ঘটনাস্থল থেকে চলে যান।
সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বুশরা বিবি গাড়ি বদল করে ঘটনাস্থল ছাড়ছেন। যদিও বিবিসি ওই ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি। সেদিন বিক্ষোভস্থলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই অজ্ঞাত ব্যক্তিরা শিপিং কনটেইনারটি পুড়িয়ে দেন। কর্তৃপক্ষ বলেছে, ওই দিন দিবাগত রাত একটা নাগাদ সব বিক্ষোভকারী পালিয়েছেন।
আমিন খান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনিও সেদিনের সে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। আমিন বলেন, ‘ইমরানকে নিয়ে ফিরবেন, নয়তো গুলি খাবেন’—এমন প্রস্তুতি নিয়েই তিনি সেখানে গিয়েছিলেন।
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ার কথা অস্বীকার করেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, বিক্ষোভকারীদের কারও কারও কাছে আগ্নেয়াস্ত্র ছিল। ভর্তি হওয়া রোগীদের মধ্যে যাঁদের গুলিবিদ্ধ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ নথিভুক্ত করেছে, সেসব নথি দেখতে পেয়েছে বিবিসি।


