জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তুলে নিয়ে স্ট্যাম্পে সই করানোর অভিযোগ

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তুলে নিয়ে স্ট্যাম্পে সই করানোর অভিযোগ



Post Views:
৩৯

স্টাফ রিপোর্টার : জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে গিয়ে স্ট্যাম্পে সই করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি রবিবার সকালে সাতক্ষীরা সদরের বকচরা নামক এলাকায় ঘটে। লিখিত বক্তব্যে মোসলেম আলি শেখ বলেন ‘জমি কেনা বেচা নিয়ে মনোমালিন্য জের ধরে কামালনগর পশ্চিমপাড়ার মোস্তাকিন (৫০) আমার নিকট প্রতিনিয়ত টাকা দাবী করে। আমি টাকা না দিলে সে আমাকে তুলে নিয়ে মারধর সহ জোর করে কাগজে সই করে নিবে ইত্যাদি ভয়ভীতি দেখাতে থাকে। একপর্যায়ে গত ইং-১৭, নভেম্বর২০২৪ তারিখ সকাল অনুমান ০৯টার সময় মোস্তাকিন তার ভাড়াটিয়া গুন্ডাদের ও অন্যান্যদের সাথে নিয়ে আমার বাড়িতে যায় এবং আমাকে ভালো ভাবে ডাকে। আমি তাদের ডাকে বাহিরে আসার সাথে সাথে সকলে আমাকে বেঁধে মোটর সাইকেলে উঠিয়ে সাতক্ষীরা থানাধীন বকচরা গ্রামে বকচরা গাইনপাড়ার ছামদানির ছেলে মনি (৪৫) এর বাড়িতে নিয়ে আমাকে আটকে রাখে, মারধর করে এবং তারা আমার নিকট ৫,৫০,০০০/- টাকা দাবী করে। আমি টাকা দিতে পারিব না বলা মাত্রই তারা আমাকে মারপিট শুরু করে। বেলা ১২টার সময় বিবাদীরা আমাকে বকচরা গ্রাম হইতে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে মোস্তাকিনের দোকানে নিয়ে এসে আমাকে বেঁধে রাখে। এরপর সারা দিন তারা আমাকে আটকো রাখে। এরপর সন্ধ্যা অনুমান ৬টার সময় উক্ত বিবাদীরা ১০০ টাকা মূল্যের ৩টি ষ্ট্যাম্পে লিখিত পড়িত করে আমাকে ভয়ভীতি দেখাইয়া জোর পূর্বক সহি করে নেয়। এরপর আমি বাড়িতে সংবাদ দিলে আমার পুত্রবধু হাজেরা খাতুন সেখানে আসে। আসার পর তাহারা আমার পুত্রবধুকে ষ্ট্যাম্পে সহি করতে বলে। সে রাজি না হওয়ায় তাহাকে মারধর করিতে উদ্যত হয়। এরপর থানায় সংবাদ দিলে থানা পুলিশ আমাদের উদ্ধার করে।’ মোসলেম আলী শেখ আরও জানান, তারা এ বিষয়ে সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পে আইনগত সহায়তা পাইবার জন্য আবেদন করেছেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Please follow and like us:

fb-share-icon

Tweet
20

Explore More Districts