জাতিসংঘের কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ) জলবায়ু সম্মেলনের সংলাপ এখন আর উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ নয়। জরুরি ভিত্তিতে এ সংলাপের আমূল পরিবর্তন প্রয়োজন। জাতিসংঘের সাবেক এক মহাসচিব এবং সাবেক জলবায়ু প্রধানসহ শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা এসব কথা বলেছেন।
জাতিসংঘকে লেখা এক চিঠিতে জ্যেষ্ঠ বিশেষজ্ঞরা বলেছেন, পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার বিষয়টি সমর্থন করে না, এমন দেশগুলোর জলবায়ু সংলাপের আয়োজক হওয়া উচিত নয়।
এই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান-কি মুন, জাতিসংঘের সাবেক জলবায়ুপ্রধান ক্রিশ্চিয়ানা ফিগারেস ও আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন।