আওয়ামী লীগের লেডি ক্যাডার শীলা সরোয়ারকে খুঁজছে পুলিশ – দৈনিক আজকের জামালপুর

আওয়ামী লীগের লেডি ক্যাডার শীলা সরোয়ারকে খুঁজছে পুলিশ – দৈনিক আজকের জামালপুর




আওয়ামী লীগের লেডি ক্যাডার শীলা সরোয়ারকে খুঁজছে পুলিশ – দৈনিক আজকের জামালপুর


Oplus_131072

মোহাম্মদ আলী : আওয়ামী লীগের লেডি ক্যাডার, ভাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রী, জামালপুর জেলা পরিষদের সাবেক সদস্যা, সাংবাদিক অপহরণকারি, শীলা সরোয়ারকে খুঁজছে পুলিশ। বকশিগঞ্জ থানাসূত্রে জানা যায়, গত ৪ অগাস্ট জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলাস্থ বটতলা মোড়ে বিএনপির দলীয় কার্যালয়, বাজারের দোকানপাট ও হাইওয়ে থানা ভাঙ্গচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়ের মামলার অন্যান্য আসামিদের ন্যায় শীলা সরোয়ারকেও খুঁজছে পুলিশ। এদিকে এই মামলায় বেশ কয়েকজন গ্রেফতার হলেও ধরাছুয়ার বাইরে রয়েছেন শীলা। তিনি গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। বাট্টাজোড় এলাকার মানুষ জানান, ৫ অগাস্টের পর আর শীলাকে এলাকায় দেখছে না কেউ। তিনি ঢাকায় কোনো আত্মীয় স্বজনদের আত্মগোপন করে থাকতে পারে বলে, বিশ্বাস এলাকাবাসীর।


Explore More Districts