চাঁদপুর হাসপাতালে রোগীদের দুর্ভোগ কমাতে পানির ফিল্টার ব্যবস্থা

চাঁদপুর হাসপাতালে রোগীদের দুর্ভোগ কমাতে পানির ফিল্টার ব্যবস্থা

বিগত বছর গুলোতে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সবচেয়ে বড় সংকট ও দুর্ভোগ ছিলো বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা।

হাসপাতালে ভর্তিকৃত রোগীদের এমন পানির দুর্ভোগ নিয়ে বেশ কয়েকবার স্থানীয় পত্র-পত্রিকায় অনেক লেখালেখিও হয়েছে। আর রোগীদের সেই বিশুদ্ধ খাবার পানির দুর্ভোগ থেকে মুক্তি দিতে গত কয়েকমাস পূর্বে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের অর্থায়নে হাসপাতাল ভবনের ছাদের উপর পানির ফিল্টারের ব্যবস্থা করেন।

সেখান থেকে লাইন টেনে ৪র্থ তলার মহিলা ওয়ার্ডের সামনে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহের ব্যবস্থা করা হয়। তারপর থেকে চাঁদপুর সরকারি হাসপাতালে রোগীরা বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করতে তেমন কোনো দুর্ভোগ পোহাতে হয়নি।

প্রতিবেদক : কবির হোসেন মিজি, ১১ নভেম্বর ২০২৪

Explore More Districts