সিলেটে আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সিলেটে আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আজ সকাল থেকে সিলেট নগরের চৌহাট্টা, রিকাবীবাজার, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট এলাকায় ছাত্রদলসহ বিএনপির অন্য সংগঠনের নেতা–কর্মীদের জড়ো হতে দেখা গেছে।

সিলেট মহানগর বিএনপির আয়োজনে আজ দুপুর ১২টার দিকে সিলেট কোর্ট পয়েন্ট এলাকা থেকে চৌহাট্টা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে চৌহাট্টা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির।

খন্দকার আবদুল মুক্তাদির তাঁর বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হাওয়াই মিঠাই হিসেবে অবিহিত করে বলেন, ‘হাওয়াই মিঠাই হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। হাসিনাও হাওয়াই মিঠাই। শেখ হাসিনা ৫ আগস্ট অপরাহ্ণ থেকে আবার ক্ষমতায় ফিরে আসার জন্য; জনতার বিজয়কে নসাৎ করার জন্য একটার পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছেন। এর সর্বশেষ প্রতীক তাঁর ভিডিও বার্তা (ট্রাম্পের ছবি নিয়ে বিক্ষোভ আয়োজনের কল রেকর্ড) এ রকম আজগুবি, উদ্ভট ষড়যন্ত্র একমাত্র শেখ হাসিনার মাথা ছাড়া আর কারও কাছে পাওয়া যাবে না।’

Explore More Districts