রাজাপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো এলাকাবাসী

রাজাপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো এলাকাবাসী

৯ November ২০২৪ Saturday ৬:১৫:১৬ PM

Print this E-mail this


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

রাজাপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো এলাকাবাসী

ঝালকাঠির রাজাপুরে স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কার করেছে এলাকাবাসী। উপজেলার বিশ্বাস বাড়ি এলাকা থেকে শুক্তাগড় ইউনিয়নের জগন্নাথপুর ও গোপালপুর এলাকার কর্ণেল দেলোয়ার এর বাড়ী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটিতে বিভিন্ন স্থানে খানাখন্দক ও গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলে অনপযোগী হয়ে পরায় শনিবার (৯ নভেম্বর) স্থানীয়দের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সেগুলো মেরামত করা হয়।

স্বেচ্ছাশ্রমে এ কাজের জন্য এলাকার বিভিন্ন বয়সী প্রায় ৪০ জন লোক অংশগ্রহন করেন। স্থানীয় লিটন, হাফেজ জামাল ও মাহমুদ জানান, এ অঞ্চলে কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, এখান থেকে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে।

রাস্তাটির বিভিন্ন জায়গায় খানাখন্দক ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে বৃষ্টির দিনে রাস্তারটির অবস্থাা খুবই নাজুক হয়ে পরে। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না।

এলাকায় কেহ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার মতো কোন ব্যবস্থা নেই। রাস্তাটি বেহাল অবস্থা হওয়ায় কোন যানবাহন রাস্তাটিতে ডুকতে চায় না। তাই রাস্তাটি যেনো চলাচলের উপযোগী করে তোলা হয় সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts