কাউখালী(পিরোজপুর) সংবাদদাতাপিরোজপুরের কাউখালিতে বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ৩ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২৮২ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৮ নভেম্বর) সকালে সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় পিরোজপুর জেলা পরিবশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি করায় পরিবেশ সংরক্ষন আইনে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। এরা হলেন কাউখালী দক্ষিন বাজারের ব্যবসায়ী শাহ আলমকে ১৫ হাজার টাকা, শাহাদাত হোসেনকে ৩ হাজার টাকা, ওয়ালিদকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
উৎপাদনের অপেক্ষায় পটুয়াখালী আরএনপিএলের ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র
বরিশালে শের-ই-বাংলা হাসপাতালে পরিচালক পদে সেনা কর্মকর্তা
বরিশাল শেবাচিমসহ দুই মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক