৬ November ২০২৪ Wednesday ৫:০২:৫৭ PM |
নিজস্ব প্রতিনিধি:
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার প্রাক্কালে ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সভাপতি মো. তাজ উদ্দীনকে (৫৩) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বুধবার (০৬ নভেম্বর ) সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়।
তাজ উদ্দিন ভোলার বোরহানউদ্দিন সদর থানার আব্দুল গনির ছেলে। তাজউদ্দীন ভোলার সদর থানার বিস্ফোরক মামলার আসামি। গত ২ অক্টোবর তার বিরুদ্ধে থানায় মামলা হয়। মামলা নম্বর-০৪। এই মামলায় তাকে আটক করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার এবং আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহারভুক্ত এক আসামি পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে আসামি তাজউদ্দীনের নিজ এলাকা ভোলায় খোঁজ-খবর নিয়ে জানা যায়, তিনি বিস্ফোরক মামলার একজন এজাহারভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয় এবং কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বরিশালটাইমসকে জানান, ভোলার বোরহানউদ্দিন থানার সাথে তাজ উদ্দিন আটকের কথা জানানো হয়েছে। সেখান থেকে পুলিশ আসার পর তাকে বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষ তাদের কাছে হস্তান্তর করবেন।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |