সাতক্ষীরায় মা ও শিশু সহায়তা কর্মসূচির উদ্বোধন

সাতক্ষীরায় মা ও শিশু সহায়তা কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় মা ও শিশু সহায়তা কর্মসূচির ০২ দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে বুধবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার হল রুমে এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ- পরিচালক(অ:দা:) নাজমুন নাহার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

রিপোটিয়ার হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক গাজী বশির আহমেদ।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: ইসমাত জাহান সুমনা।

প্রশিক্ষণের প্রথম দিনে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ২১ জনকে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-১ প্রশিক্ষণ প্রদান করা হয়।

Explore More Districts