অভিবাসী ছাড়া ইউরোপ টিকতে পারবে?

অভিবাসী ছাড়া ইউরোপ টিকতে পারবে?

বিশ্বায়ন ও মুক্তবাজার অর্থনীতির যুগে অভিবাসী ছাড়া ইউরোপ টিকতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্তাপন করেছেন বিশেষজ্ঞরা।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের সেন্টার ফর এশিয়ান স্টাডিজ (সিএএস) আয়োজিত আলোচনায় বলা হয়, দক্ষিণপন্থি রক্ষণশীলরা অভিবাসীদের জন্য ইউরোপের দরজা বন্ধ করার কথা বললেও শ্রমশক্তির চাহিদা পূরণে অভিবাসন চলতে থাকবে। বক্তারা আরও বলেন, অভিবাসন বিরোধীরা ইসলাম ও মুসলিম শরণার্থীদের বিরুদ্ধে যে ঘৃণা ছড়াচ্ছে, তা ইউরোপের বহুত্ববাদী, উদারনৈতিক সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষুণ্ন করবে।

রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাহফুজ পারভেজের সভাপতিত্বে আলোচনায় মূল বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি অব উইম্যানের পলিটিক্স, ফিলসফি ও ইকোনমিক্স বিভাগের ডাইরেক্টর ড. রিসার্ড শারম্যান।

বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, সিএএস পরিচালক প্রফেসর ড. ভূঁইয়া মনোয়ার কবীর, রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আনোয়ারা বেগম।

Explore More Districts