মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৬বছর পূর্তি উৎসব

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৬বছর পূর্তি উৎসব

মতলবের ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৬ বছর পূর্তি ও কচি-কাঁচা দিবস ৫ নভেম্বর দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। এ দিবস উপলক্ষে কচি-কাঁচা প্রাঙ্গণে সকাল ১০টায় আনুষ্ঠানিক জাতীয় পতাকা ও মেলার পতাকা উত্তোলন করা হয়। তাছাড়া মেলার সদস্য ভাইবোনদের শপথ গ্রহণ,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৪ নভেম্বর অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরন করা হয়।

এছাড়া এদিন মেলা প্রাঙ্গণে দিনব্যাপি চিত্র প্রদর্শনী ও মেলার ভাই-বোনদের উদ্যোগে ‘দেয়ালিকা’ প্রকাশ করা হয়। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও মেলার পতাকা উত্তোলন করেন মেলার সভাপতি মো: মাকসুদুল হক বাবলু ও সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুন্নাহার কাদ্রী। পরে শপথ পরিচালনা করে মেলার কর্মী বোন আফিফা সারওয়ার ফাইজান। সকাল ১০টা ৩০মিনিটে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি ।

র‌্যালিটি শহরের গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে মেলায় এসে শেষ হয়। র‌্যালি শেষে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মেলার সভাপতি মো: মাকসুদুল হক বাবলুর সভাপত্বিতে অনুষ্ঠানে অনুভুতি প্রকাশ করেন, মেলার সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম,আব্দুল কাইউম খান মেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুন্নাহার কাদ্রী, প্রবীণ সদস্য ও প্রি ক্যাডেট স্কুলের পরিচালনা পরিষদের সম্পাদক ফারুক-বিন জামান, গোলাম মোস্তফা কাদরী, মেলার তরুণ সদস্য ও প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মেলার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার সেলিম, কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, অভিভাবক আবদুল কাইউম মিয়াজি, মেলার কর্মী বোন মিফতাহুল জান্নাত। সঞ্চালনা করেন মেলার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান নিপু। কোরআন তেলওয়াত করেন ফাহাদ হোসেন, গীতা পাঠ করেন সেঁজুতি সাহা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন মেলার কর্মীবৃন্দ। অনুষ্ঠানে মেলার শিশু,তরুন,প্রবীন সদস্যবৃন্দ,অভিভাবক শুভানুধ্যায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৫ নভেম্বর ২০২৪

Explore More Districts