কক্সবাজারে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে স্বর্ণ কারিগরের মৃত্যু – দৈনিক আজাদী

কক্সবাজারে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে স্বর্ণ কারিগরের মৃত্যু – দৈনিক আজাদী

কক্সবাজার শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় রুবেল ধর (৩২) নামের এক তরুণ স্বর্ণ কারিগরের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে কক্সবাজার শহরের হাশেমিয়া মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রুবেল ধর কক্সবাজার শহরতলীর উপজেলা গেটস্থ মল্লিক পাড়া এলাকার পরিমল ধরের ছেলে। নিহত রুবেল ধরের পিতা পরিমল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার ছেলে স্বর্ণ কারিগর রুবেল ধর শুক্রবার রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে হাশেমিয়া মাদ্রাসার সামনে প্রধান সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়ে। পরে লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রুবেল ধর এক মেয়ে সন্তানের পিতা।

Explore More Districts