শায়েস্তাগঞ্জে মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত !  আহত ১০ – Habiganj News

শায়েস্তাগঞ্জে মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত !  আহত ১০ – Habiganj News

পথচারীদের সূত্রে জানা যায় , বৃহস্পতিবার (৩১ অক্টোবর ) রাতে ঢাকা – সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর এলাকায় দ্রুত গতিতে যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাক  ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে ।

এ সময় ড্রাম ট্রাকের চালক আব্দুল আজিজ ঘটনাস্থলে মারা যায় । পরে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ সংবাদ এর ভিত্তিতে  শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ড্রাম ট্রাক চালক আব্দুল আজিজ মিয়া মরদেহ উদ্ধার করে । পরে ফায়ার সার্ভিস কর্মীরা  যাত্রীবাহী বাসের চালক রাজু আহমেদকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসের চালক মারা যায় ।

এ দুর্ঘটনা সময় যাত্রীবাহী বাসের আরো ১০ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ।

এ দুর্ঘটনা সময় ঢাকা – সিলেট মহাসড়ক প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল ।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে  জানান,  ঢাকা থেকে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস সাকিনা পরিবহন দ্রুত গতিতে আসার সময় ঢাকাগামী  বালুবাহী ড্রাম ট্রাক এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত ড্রাম ট্রাক চালক  আব্দুল আজিজ মিয়া মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার বাসিন্দা  । নিহত যাত্রীবাহী বাসের চালক রাজু আহমেদ এ রিপোর্ট লেখা পর্যন্ত ঠিকানা পাওয়া যায় নি ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক  বলেন ,  যাত্রীবাহী বাস ও  ড্রাম ট্রাক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। ঢাকা – সিলেট মহাসড়কে যান বাহন চলাচল স্বাভাবিক হয়েছে । এ ব্যাপারে উভয় পক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Explore More Districts