নড়াইলে  বিশেষ টাস্কফোর্সের অভিযানে ৫জনকে ৫৭০০ হাজার টাকা জরিমানা

নড়াইলে  বিশেষ টাস্কফোর্সের অভিযানে ৫জনকে ৫৭০০ হাজার টাকা জরিমানা

বুধবার  (৩০ অক্টোবর) দুপুরে  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা সংক্রান্ত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটি কর্তৃক নড়াইল সদরের বাঁশগ্রাম হাট ও কালিয়ার চাঁচুড়ি বাজার তদারকিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এ জরিমানা করেন। 

বাঁশগ্রাম হাটে ৩ জনকে এবং চাঁচুড়ি বাজারে ২জনকে মোট ৫ হাজার ৭ শত টাকা জরিমানা করেন তিনি।      

img-20241030-171058.jpgএসময় অন্যান্যের উপস্থিত ছিলেন জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য ছাত্রপ্রতিনিধি শুভ মোল্যা, নবাব মোল্যা,  কৃষি বিপনন অধিপ্তরের প্রতিনিধিসহ অন্যান্য সদস্যরা। 

এছাড়াও দোকানের পণ্যের বিক্রির মুল্যে তালিকা না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন বিশেষ টাস্ক ফোর্স কমিটি এবং লাভের নামের সাধারণ মানুষদের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তারা ।

এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ  বলেন, জনসাধারণের নাগালের ভেতর দ্রব্যমূল্য রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts