পিরোজপুরের এহসান গ্রুপে জমা টাকা ফেরত পাওয়ায় দাবিতে  গ্রাহকদের মানববন্ধন

পিরোজপুরের এহসান গ্রুপে জমা টাকা ফেরত পাওয়ায় দাবিতে  গ্রাহকদের মানববন্ধন

২৮ October ২০২৪ Monday ১২:৫৫:৩৫ PM

Print this E-mail this


পিরোজপুর প্রতিনিধি: 

পিরোজপুরের এহসান গ্রুপে জমা টাকা ফেরত পাওয়ায় দাবিতে  গ্রাহকদের মানববন্ধন

পিরোজপুরে এহসান গ্রুপের আত্মসাৎ করা টাকা ফেরত পাওয়ায় দাবিতে গ্রাহকদের  মানববন্ধন অনুষ্ঠিত । রবিবার সকালে পিরোজপুর শহরের জজ কোর্ট এর সামনের সড়কে ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কয়েক হাজার গ্রাহক অংশ নেন।

মানববন্ধন চলাকালে গ্রাহকদের মধ্যে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর চুঙ্গাপাশা সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মো. এখলাছুর রহমান, হাফেজ নাসির উদ্দিন, জালাল উদ্দিন, রফিকুল ইসলাম, আবদুর রশিদ, হারুননার রশিদ , আক্তারুজ্জামান, বাগেরহাটের কচুয়া উপজেলার বাসিন্দা নার্গিস বেগম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, এহসান গ্রুপে টাকা জমা রেখে হাজার হাজার মানুষ প্রতারিত হয়ে নিঃস্ব হয়েছেন। প্রতারক ও অর্থ আত্মসাৎকারী রাগীব আহসানকে গ্রাহকের জমা করা টাকা ফেরত দিতে হবে বলে জানান বক্তারা। রাগীব আহ্সানের  বিরুদ্ধে ৭৩টি মামলা রয়েছে।

বক্তারা বলেন, এহ্সান গ্রুপের পরিচালক রাগীব আহ্সান ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার স্ত্রী সালমা আহ্সানকে বানিয়েছেন।

উপদেষ্টা তার পিতাঃ আ. রব খানকে সহসভাপতি, শ্বশুর শাহ্ আলমকে ম্যানেজার, তার বোনজামাই নাজমুল ইসলাম এবং তার ভাইদের রেখেছে গুরুত্বপূর্ণ পদে।

গ্রাহকের টাকা দিয়ে পরিবারের সদস্যরা নামে-বেনামে অনেক জমি ক্রয় করেছেন। গ্রাহকের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। ভুক্তভোগী গ্রাহকরা জমাকৃত টাকা ফেরত চান।

বক্তারা আরও বলেন, পালাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এবং দ্রুত বিচারের মাধ্যমে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়া হোক।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts