শুধু রাষ্ট্রপতিকে নিয়েই কেন এত ব্যস্ত, অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন রিজভীর

শুধু রাষ্ট্রপতিকে নিয়েই কেন এত ব্যস্ত, অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন রিজভীর

বিএনপির এই নেতা বলেন, ‘আজকে রাষ্ট্রপতি থাকল কি থাকল না, এটা নিয়ে আমরা দেশে কেন জটিলতা তৈরি করছি। কেন আমরা দেশে সংকট ডেকে নিয়ে আসব। এটা মুখ্য বিষয় নয়। আমরা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি, তাঁর দোসরদেরও আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হচ্ছে আমাদের দায়িত্ব। যেসব গণমাধ্যম নির্লজ্জের মতো শেখ হাসিনার পদতলে বসে চামচামি করেছে, শেখ হাসিনার প্রতিটি অপকর্মকে যারা বৈধতা দিয়েছে, কই তাদের বিষয়ে তো আপনারা কিছু বলেন না।’

রিজভী বলেন, ‘৭১ টেলিভিশনসহ আরও বিভিন্ন টেলিভিশনে আমরা যেভাবে শেখ হাসিনার সুনাম করতে দেখেছি, সেখানে বড় বড় সাংবাদিকেরা ছিলেন, মিডিয়ার অনেক নামকরা লোকেরা ছিলেন, কই তাঁদের বিষয়ে তো কিছু বলছেন না? শুধু রাষ্ট্রপতিকে নিয়েই আপনারা ব্যস্ত আছেন।’ তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, গণতন্ত্রের যাত্রাপথে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের অবদান এ দেশের মানুষ ইতিহাসে লিখবে। কিন্তু আবেগের বশবর্তী হয়ে এমন কিছু করা যাবে না, যাতে সংবিধানবহির্ভূত কিছু হওয়ার আশঙ্কা থাকে।

Explore More Districts