সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির মানববন্ধন ও প্রতিবাদ সভা

সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির মানববন্ধন ও প্রতিবাদ সভা

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির আয়োজনে সদর হাসপাতালসহ ভুঁইফোড় বেসরকারি ক্লিনিক এর নানা অনিয়ম দুর্নীতি ও চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণার প্রতিবাদে ২৬শে অক্টোবর (শনিবার) সকাল ১০টায় খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তারা বলেন “সাতক্ষীরার মানুষ সরকারি সকল হাসপাতাল থেকে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল, যক্ষ্মা হাসপাতালসহ মা ও শিশু সাস্থ্য কেন্দ্র ডাক্তার ও কর্মকর্তাসহ কর্মচারীরা সঠিক ভাবে দায়িত্ব পালন করছে না। সাস্থ্য সেবাই যে সকল কর্মকর্তা ও কর্মচারীরা অফিস সময় মত করে না। শুধু তাই নয় যে সকল রুগী হাসপাতালে সেবা নিতে আসে বিভিন্ন ভাবে হয়রানিসহ দালাল ও প্রতারনার শিকার হয়। অধিকাংশ সরকারি ডাক্তার অফিস টাইমে বেসরকারী ও ব‍্যক্তিগত ক্লিনিক নিয়ে ব‍্যস্ত থাকে যাহা হাসপাতাল কতৃপক্ষ কোনো ব‍্যবস্থা নেয়না।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্যসহ সামাজিক সংগঠন ও সেচ্ছাসেবক ও সুশীল সমাজের ব‍্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Explore More Districts