বাবুগঞ্জ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বাবুগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষা অনুরাগী মকবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লি: ব্যবস্থাপনা পরিচালক ও বাবুগঞ্জের আলোকিত কন্ঠ পত্রিকা উপদেষ্টা আবুল কালাম আজাদকে সভাপতি মনোনীত করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) ওই কমিটির অনুমোদন দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার কর্তৃক স্বাক্ষরিত এক পরিপত্রে ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। এছাড়াও কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে এস এম শফিউল্লাহ মনোনীত করা হয়েছেন। চিঠিতে বলা হয় সভাপতি আবুল কালাম আজাদ ও এস এম শফিউল্লাহ বিদ্যুৎ সদস্য, পদাতিক বলে অধ্যক্ষ সদস্য সচিব, শিক্ষকদের মধ্যে থেকে নির্বাচিত একজন শিক্ষক প্রতিনিধি ও সভাপতি কর্তৃক মনোনীত প্রতিষ্ঠাতা অথবা দাতাদের মধ্য থেকে একজন সদস্য নিয়ে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামী ৬ মাস এই কমিটির মেয়াদ বহাল থাকবে। এই সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করার কথা জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অপরদিকে নতুন এডহক কমিটির সভাপতি আবুল কালাম আজাদ নতুন এডহক কমিটিতে দাতা সদস্য হিসেবে মনোনীত করেছেন বাবুগঞ্জ উপজেলা বিত্রনপির যুগ্না আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদারকে। এদিকে, এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লি: ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদকে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে অত্র কলেজের প্রাক্তন শিক্ষার্থীসহ অনেকও।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
‘ভারত ছেড়ে কোথাও যাননি, শেখ হাসিনা দিল্লিতেই’
হাসানাত আব্দুল্লাহসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা
সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ
শেখ হাসিনা দুবাই গেছেন কি না নিশ্চিত নই: পররাষ্ট্র উপদেষ্টা
মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে: মার্কিন পররাষ্ট্র দপ্তর