পীরগাছায় তিস্তা নর্দীর গর্ভে চলে গেছে এক বছরে ৪০ পরিবার

পীরগাছায় তিস্তা নর্দীর গর্ভে চলে গেছে  এক বছরে ৪০ পরিবার

পীরগাছায় তিস্তা নর্দীর গর্ভে চলে গেছে এক বছরে ৪০ পরিবার

 

আমির হোসেন রিংকু:
রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের একটি গ্রামের ৪০টি পরিবার নর্দী গর্ভে চলে গেছে এক বছরে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আখের সরকার বলেন, গত কয়েক দিনের সাতটি, তিন মাস আগে সাতটি এবং এক বছরের মধ্যে আরোও ২৬টি সহ মোট ৪০ টি পরিবার তিস্তা নর্দী গর্ভে চলে গেছে। নদী গর্ভে চলে যাওয়া সকল পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে আশ্রায় গ্রহণ করেছেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আখের সরকার বলেন গত কয়েক দিনের মধ্যে সাতটি পরিবার চলে গেছে নর্দী গর্ভে, তারা হলেন ,জাফর আলী প্রামাণিক ,জাহানারা বেগম, মো: শাহ আলম শেখ, জাহাঙ্গীর আলম, জাফর আলী, এবং ছামছুল মন্ড, এছাড়াও তিন মাসের মধ্যে নর্দী গর্ভে চলে গেছে, ইদ্রিস আলী, আব্দুল কুদ্দুস , ওমর আলী, হানিফ আলী, জাফর আলী, মোজেœমা বেগম, এবং এক বছরের মধ্যে নর্দী গর্ভে চলে গেছে, তছলিম শেখ, হাছেন আলী, আমিনুল ইসলাম, হাছেন আলী, শুকুর আলী, আব্দুল ছোবান,শাহাজাহান, আনছার আলী, জাহিদুল ইসলাম, আবু তালেব,আরোয়ার হোসেন, মহির উদ্দিন, ছালেমন মিয়া, ছামসুল হক, আব্দুল গনি, আনছার আলী, মকবুল হোসেন, ছরোয়ার উদ্দিন, রুপালী বেগম, হামিদা বেগম, বাছিয়া খাতুন, হাছিনা বেগম, বেগম খাতুন, ইউসুফ আলী, ছয়ফুল ইসলাম, হোসেন আলী, জামিরন বেগম,সামছুল হক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাওলা ইউনিয়নের আমীর মাওলানা মামুনুর রশিদ বলেন, আমরা সরেজমিনে দেখেছি সাংগঠনিক ভাবে কোন সহযোগিতা পেলেই আমরা প্রকৃত পক্ষে যাদের যাদের কে সহযোগিতা করা দরকার তাদের তাদেরকেই সহযোগিতা করা হবে।
৫ নং ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন এবং আমি সরেজমিনে দেখেছি। এর মধ্যে আমরা দুই বারে ৪৫০ জনকে সহযোগিতা করেছি।
এ ব্যাপারে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, গত কয়েক দিনের মধ্যে নর্দী গর্ভে চলে যাওয়া সকল পরিবারকে সহযোগিতা করা হয়েছে। গত এক বছরের মধ্যে নর্দী গর্ভে চলে যাওয়া সকল পরিবারের তথ্য হাতে পেলেই সহযোগিতা করা হবে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts