মানবিক সাহায্য প্রার্থনা – News Tangail

মানবিক সাহায্য প্রার্থনা – News Tangail

মানবিক সাহায্য প্রার্থনা – News Tangailখন্দকার আজিজ নামের এই লোকটির বাড়ি সখীপুর উপজেলার বেলতলী পশ্চিমপাড়া গ্রামে। কিডনি জটিলতা, লিভারে পানি জমে পেট ফুলে যাওয়ায় বর্তমানে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুটি সন্তানের একজন(ছেলে) বড়চওনা উচ্চ বিদ্যালয়ে ও মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় অর্থের অভাবে বর্তমানে চিকিৎসা চালাতে পারছেন না তার পরিবার।
সামর্থ্যবান ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।
যোগাযোগ: 01704293062 (বিকাশ/নগদ)
(খন্দকার আজিজের স্ত্রী/ ছেলে-হাসান আপনার দেওয়া সামান্য ৫০/১০০/৫০০/১০০০ সহযোগিতায় আবারো ঘুরে দাঁড়াতে পারে পরিবারটি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts