খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে শারদীয় দূর্গা পূজায় ২৩ মন্ডপ বিসর্জনে এক পূর্ব প্রস্তুতি মূলক সভার আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে মঙ্গলবার সকালে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর আহমেদ, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান, বিজিবি নায়েক সুবেদার মফিদুল হক, পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম ইয়াহহিয়া, পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র মোহন চন্দ, সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক নিউনেশন পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, কালের কন্ঠের তারেক মাহমুদ, পিআইও মাজহারুল ইসলাম, সুমন চন্দ সহ অন্যান্য। এবার দেওয়ানগঞ্জ পৌর সভায় ১৪টি, দেওয়ানগঞ্জ ইউনিয়নে ৩টি, চিকাজানী ইউনিয়নে ১টি, চুকাইবাড়ী ইউনিয়নে ২টি, হাতীভাঙ্গা ইউনিয়নে ২টি, পাররামরামপুর ইউনিয়নে ১টি সহ মোট ২৩টি পূজা মন্ডপ বিসর্জন দেওয়া হবে বলে পূজা উদ্যাপন কমিটি সূত্রে জানা গেছে। প্রস্তুতি মূলক সভায় বক্তাগণ আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২৪ উদ্যাপন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে করা সম্ভব হয় সেজন্য দিক নির্দেশনা মূলক বিস্তারিত আলোচনা করা হয় এবং সবার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ^াস দেওয়া হয়।

