হেলাল উদ্দিন: সাতক্ষীরার ফিংড়ী ইউনিয়নের গোবরদারি সর্ব কাশেমপুর জামে মসজিদে সিরাতুন্নবী (সা) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১-১০-২০২৪) রাতে মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়নের বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও গাভা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজাদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ শাহিনুজ্জামান, সেক্রেটারি মাওলানা জুম্মান আলি, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি হেলাল উদ্দিন প্রমুখ।
উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তরুণ উদীয়মান হযরত মাওলানা শামীম রেজা সিদ্দিকী।
মাহফিলে আরো অনেক ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন।

