ফিংড়ী ইউনিয়নে সিরাতুন্নাবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

ফিংড়ী ইউনিয়নে সিরাতুন্নাবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

হেলাল উদ্দিন :: সাতক্ষীরার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজার মসজিদে রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিরাতুন্নবী (সা) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাসার।

প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করেন ১৪নং ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও গাভা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজাদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ শাহিনুজ্জামান, সেক্রেটারি মাওলানা জুম্মান আলি প্রমুখ।

Explore More Districts