১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন |

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন |

 

রাজবাড়ী বার্তা ডট কম :

“১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার” এই প্রতিবাদ্যকে বুকে ধারন করে রাজবাড়ীতে এক দফা দাবিতে ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাক্ষাণ করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

তারা বলেন, মাসে মাত্র দুই শত টাকা টিফিন ভাতা। যা প্রতিদিন হিসেবে ৬টাকা ৬৬ পয়সা। এই টাকা দিয়ে এককাপ চাও তাদের খাওয়া সম্ভব নয়। এ অপমান ও লজ্জার। টিফিন ভাতা বন্ধ অথবা বাড়ানোর দাবী তাদের।

শনিবার বেলা ১১টার দিকে রাজবাড়ী পেসক্লাবের সামনের সড়কে জেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কল্যানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঞ্জুমানআরা’র সভাপতিত্বে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য রাখেন। যাদের মধ্যে রয়েছে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, শিক্ষক মোঃ রুবেল মন্ডল, আব্দুর রহমান, শাহিনা সুলতানা, রীনা বেগম, আসিফ বিশ্বাস, দীনেশ সরকার, ইব্রাহিম ভূইয়া প্রমুখ।

এ সময় শিক্ষকরা মানসম্মত শিক্ষা বাস্তবায়ন ও উন্নত বাংলাদেশ বিনির্মানে দ্রুত ১০ম গ্রেড দাবি বাস্তবায়নে অন্তবর্তীকালীন সরকারের প্রধানসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। ১০ম গ্রেড তাদের ন্যায্য অধিকার। দাবি অৎআদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে হুশিয়ার দেন বক্তারা।
পড়ে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্ঠা বরাবর স্মারকলিপি পেশ করেন।

Explore More Districts