পূবাইলে দেশীয় অস্ত্রসহ আটক ৩ – Daily Gazipur Online

পূবাইলে দেশীয় অস্ত্রসহ আটক ৩ – Daily Gazipur Online

এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার ও একটি ধারালু চাকু জব্দ করা হয় ।

আটককৃতরা হলেন- শরিয়তপুর জেলার নড়িয়া থানার পূর্ব চন্ডিপুর এলাকার আতর আলীর ছেলে মো. শাওন (৩২), সুনামগঞ্জ জেলার শাললা থানার চরগাঁও এলাকার আইনুর রহমান এর ছেলে রানা (২৫), গাজীপুর জেলার পুবাইল থানার পদ হারবাইদ এলাকার আরিফুল ইসলাম জুয়েল এর ছেলে হিমেল  (২৯) ! উল্লেখ্য থাকে যে আসামি হিমেল এর নামে অপহরণ,ডাকাতি, ছিনতাই এর একাধিক মামলা রয়েছে।

পূবাইল থানার ওসি আমিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৩ যুবক ছিনতাই  করার প্রস্তুতি নিচ্ছে। এ সময় অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে পূবাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Explore More Districts